করলা তিতা হলেও কেন খাবেন

 নিজস্ব প্রতিবেদক    ৩ সেপ্টেম্বার, ২০২৩ ১৪:১২:০০নিউজটি দেখা হয়েছে মোট 24 বার

করলার নাম শুনলে শুধু শিশু নয় সব বয়সি মানুষেরা মুখ ঘুরিয়ে নেন। কিন্তু করলার ভাজি ও রস খেলে আপনি অনেক রোগ থেকে মুক্তি পাবেন। এতে আছে অনেক পুষ্টিগুণ।

আসুন আমরা জেনে নেই, করলা খেলে কী কী উপকার হবে…

১. আপনি যদি প্রতিদিন নিয়ম মত করলার ভাজি ও রস খান, তাহলে ডায়াবেটিস সহ অনেক রোগ থেকে মুক্তি পাবেন।

২. করলার রস বাতের ব্যথা ও অ্যালার্জির সমস্যা দূর করে। এছাড়া চর্মরোগেও এই রস বেশ উপকারি।

৩. করলা খেলে মুক্তি পাবেন জন্ডিস রোগ থেকে।

আরও পড়ুন: বাড়ির আঙিনায় লাল আঙ্গুর চাষ করুন, হবে বাম্পার ফলন...

৪. করলাতে আছে ভিটামিন ‘এ’ যা আপনার ত্বক ভালো রাখে ও দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে।

৫. করলাতে আছে অ্যান্টি অক্সিডেন্ট যা আপনার শরীরের ক্ষতিকর কোষের বিরুদ্ধে লড়াই করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

আপনি যদি নিয়ম মত করলার রস ও ভাজি খেতে থাকে, তাহলে উপরের রোগ গুলো থেকে মুক্তি পাবেন।

নিজস্ব প্রতিবেদক