ধূমপান করলে শরীরে যা ঘটে

 নিজস্ব প্রতিবেদক    ৪ সেপ্টেম্বার, ২০২৩ ১৩:৪২:০০নিউজটি দেখা হয়েছে মোট 44 বার

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই কথাটি সিগারেটের প্যাকেটেই লেখা থাকে। তবুও অনেক মানুষ ধূমপান করে। তামাকজাত পণ্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যা আপনার ফুসফুস ও শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতি করে।

বিশেষজ্ঞদের মতে, সিগারেট মানুষকে বয়সের আগেই মৃত্যুর দিকে ঠেলে দেয়। তামাক গ্রহণের ফলে ক্যানসার, ডায়াবেটিস, ফুসফুসের সমস্যা, স্ট্রোক, বন্ধ্যাত্ব, টিবি, ওরাল ক্যাভিটির মতো রোগ দেখা দিতে পারে।

চলুন জেনে নেওয়া যাক ধূমপানের ফলে শরীরে কী কী ক্ষতি হয়…

ক্যানসার: ধূমপানের ফলে আপনার শরীরে প্রদাহ বাড়াতে পারে ও ইমিউন সিস্টেমের উপর নেতিবাচক প্রভাব ফেলে। যার ফলে শরীরের যেকোনো জায়গায় ক্যানসারের ঝুঁকি বাড়ে।

হার্ট অ্যাটাক: ধূমপানের ফলে আপনার রক্তনালীতে প্লাক জমার ফলে হৃৎপিন্ডের পেশী ঠিকভাবে অক্সিজেন পায় না। যা শেষ পর্যন্ত হার্ট অ্যাটাকের দিকে নিয়ে যায়।

আরও পড়ুন: করলা তিতা হলেও কেন খাবেন...

ফুসফুসের ক্ষতি: ধূমপানের ফলে আপনার ফুসফুস ও শ্বসনালীর ক্ষতি হতে পারে।

বন্ধ্যাত্বের মতো সমস্যা: ধূমপানের ফলে পুরুষ ও নারীদের মধ্যে বন্ধ্যাত্বের সমস্যা বেড়েই চলেছে। এটি নারীদের জন্য গর্ভবতী হওয়া কঠিন করে তোলে ও নবজাতক শিশুর স্বাস্থ্যকেও প্রভাবিত করে।

ওরাল হেলথ: ধূমপানের ফলে আপনার দাঁত, মাড়ি ও মুখের ক্যানসার হতে পারে।

চুল: ধূমপান ও অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়ার মধ্যে একটি যোগসূত্র রয়েছে। যা পুরুষদের চুলের ক্ষতি করে।

নিজস্ব প্রতিবেদক