তুলসী পাতার রসে যে ৫ রোগ সারাবে

 নিজস্ব প্রতিবেদক    ২১ জানুয়ারী, ২০২৪ ১০:৪১:০০নিউজটি দেখা হয়েছে মোট 21 বার

তুলসীর গাছ আপনারা অনেকেই চিনেন। এটি একটি ঔষধি গাছ। তুলসী গাছের পাতা, বীজ, বাকল ও শেকড় সবকিছুই অতি প্রয়োজনীয়। ফুসফুসের দুর্বলতা, কাশি, কুষ্ঠ, শ্বাসকষ্ট, সর্দিজ্বর, চর্মরোগ, হাঁপানি, হাম, বসন্ত, কৃমি, ঘামাচি, রক্তে চিনির পরিমাণ হ্রাস, কানব্যথা, আমাশয়সহ বিভিন্ন রোগ সারাতে কাজ করে তুলসী গাছ।

তুলসীর আরও একটি বিশেষ গুণ রয়েছে। সেটি হচ্ছে মশা তাড়ানো। অবাক হওয়ার কিছু নেই, সত্যি মশা তাড়ানোর ক্ষমতা রয়েছে তুলসীর।

আসুন জেনে নেওয়া যাক তুলসী পাতার রসের কী কী রোগ সারাবে…

১. আপনার যদি জ্বর ও ঠাণ্ডা লেগে থাকে তাহলে আপনি তুলসী পাতা পানিতে ফুটিয়ে সেই পানি পান করুন। এতে আপনার রোগ ভালো হয়ে যাবে।


আরও পড়ুন: ভিটামিন “ডি” কমলে বাড়ে যেসব স্বাস্থ্যঝুঁকি...

২. আপনি তুলসী পাতা বেটে তার সঙ্গে মধু ও আদা মিশিয়ে খান। আপনার শরীরের জমে থাকা সর্দি থেকে মুক্তি পাবেন।

৩. আপনার যদি মাথাব্যথা করে তাহলে আপনি তুলসী পাতা ও চন্দনের সঙ্গে বেটে কপালে লাগিয়ে নেন। এতে মাথাব্যথা কমে হয়ে যাবে।

৪. তুলসী পাতা বমিভাব কমাতে কাজ করে।

৫. তুলসীর মধ্যে আছে ময়েশ্চারাইজার। এর গুণে আপনার ত্বক থাকবে উজ্জ্বল।

নিজস্ব প্রতিবেদক