সকালে খালি পেটে আদা পানি খেলে কী হয়?

 নিজস্ব প্রতিবেদক    ২৮ জুলাই, ২০২৩ ১১:২২:০০নিউজটি দেখা হয়েছে মোট 3 বার

প্রতিদিন সকালে ঘুম উঠে আপনারা যদি নিয়মিত এক গ্লাস আদা পানি পান করনে তাহলে আপনাদের শরীরের বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্তি পেতে পারেন। কেননা আদাতে আছে ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরের রোগ- প্রতিরোগ ক্ষমতা বাড়ায়।

বিশেষজ্ঞরা বলেছেন, আপনি যদি সকালে উঠে খালি পেটে আদা পানি পান করেন তহলে আপনারা অনেক রোগ থেকে সহজে মুক্তি পাবেন।

চলুন জেনে নেওয়া যাক খালি পেটে আদা পানি খাওয়ার উপকারিতা…

বমি বমি ভাব দূর হবে: সকালে ঘুম থেকে উঠলে যদি আপনার বমি বমি ভাব হয় তাহলে আপনি এক গ্লাস আদা পানি খাবেন এতে আপনার সমস্যা দূর হয়ে যাবে।

কোলেস্টেরল দূর করে: কোলেস্টেরল হলো রক্তে থাকা মোম জাতীয় পদার্থের নাম। আপনার শরীরের কোলেস্টেরলরের উপাদান বেশি হলে রক্তনালীর ভেতরে রক্ত জমে যায়। যে কারণে আপনার শরীরে রক্তের প্রবাহ স্বাভাবিকভাবে হতে পারে না এবং এর ফলে হতে পারে হার্টের অসুখ। এই রোগ থেকে মুক্তি পেতে হলে আপনাকে নিয়মিত আদা পানি খেতে হবে।

অ্যাসিডিটি কমায়: আমাদের বেশির ভাগ মানুষের মধ্যে অ্যাসিডিটির সমস্যা রয়েছে। এই রোগ দূর করতে অনেকেই ওষুধ খান। কিন্তু এ ধরনের ওষুধ নিয়মিত খেলে আপনার শরীরে মারাত্নক প্রভাব পড়তে পারে লিভার ও কিডনিতে। তাই গ্যাস্ট্রিকের ওষুধ বাদ দিয়ে প্রাকৃতিক ভাবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনি খালি পেটে আদা পানি পান করে এই সমস্যা থেকে দ্রুত মুক্তি পাবেন।

প্রদাহ দূর করে: আমাদের শরীরের ভেতরে প্রতিনিয়ত বিপাকক্রিয়া চলে। বিপাকের পরে শরীরে কিছু ক্ষতিকর পদার্থ তৈরি হয়। এ কারণে ক্রনিক রোগে আক্রান্ত হওয়ার ভয় থাকে। তবে প্রদাহজনিত এ সমস্যাকে কমিয়ে আনতে পারে আদা পানি। তাই নিয়মিত আদা পানি পান করুন।

আদা পানি তৈরি করবেন যেভাবে…

আদা পানি তৈরি করার জন্য আপনাকে তিন কাপ পানি গরম করে তার মধ্যে এক চা চামচ আদার কুচি দিয়ে ১৫ মিনিট রাখুন। এরপর মিশ্রিত পানি ঠান্ডা হলে পান করুন।

আপনি যদি উপরের লক্ষণগুলো আপনার শরীরে অনুভব করেন তাহলে ঘুম থেকে উঠে নিয়মিত আদা পানি পান করার মাধ্যমে আপনার শরীরের বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্তি পাবেন।

নিজস্ব প্রতিবেদক