দেশে সাড়ে ৭ লাখ চিরকুমার-কুমারী

 অনলাইন ডেস্ক    ১২ ফেব্রুয়ারী, ২০২৪ ১৪:৪৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 13 বার

বিয়ে করেন কেউ ২৫ বছর বয়সে। কেউ আবার ৩০ পেরিয়ে গেলেও অপেক্ষা করেন মনের মতো সঙ্গীর জন্য। তবে ৫০ বছরের বেশি বয়সে বিয়ে করার হার খুবই কম। বর্তমানে দেশে ৫০ পেরোনো ৭ লাখের কিছু বেশি নারী-পুরুষ অবিবাহিত রয়েছেন। তাদের মধ্যে পুরুষের সংখ্যাই বেশি। তাদের চিরকুমার বা চিরকুমারী বলা হয়।

সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স (এসভিআরএস) প্রতিবেদন ২০২২’-এ এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, দেশে বর্তমানে ৭ লাখ ১১ হাজার ৮৩১ জন চিরকুমার ও চিরকুমারী রয়েছেন। বিয়ের বাইরে রয়েছেন মোট জনসংখ্যার ৭ কোটি ২০ লাখের বেশি। তাদের মধ্যে পুরুষ ৪৮ দশমিক ৪৯ শতাংশ এবং নারী ৩৬ দশমিক ৪২ শতাংশ।


সর্বশেষ আদমশুমারি তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, দেশে মোট পুরুষ জনসংখ্যার ৮ কোটি ৪১ লাখ ৩৪ হাজার ৩ জন। এর মধ্যে ৪ কোটি ৭ লাখ ৯৬ হাজার ৫৭৮ জন বিয়ে করেনি। বিপরীতে ৮ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৭৮৪ জন নারীর মধ্যে বিয়ে করেনি ৩ কোটি ১২ লাখ ৭ হাজার ১২৬ জন।

অবিবাহিতদের সংখ্যা: ৪ কোটি ৭ লাখ ৯৬ হাজার ৫৭৮ জন (মোট পুরুষ জনসংখ্যার প্রায় অর্ধেক)। নারী সংখ্যা রয়েছে ৩ কোটি ১২ লাখ ৭ হাজার ১২৬ জন।

আরও পড়ুন: মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১...

বিবিএসের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৫০ বছরের বেশি বয়সী ২ কোটি ৮৮ লাখেরও বেশি মানুষ রয়েছেন। এর মধ্যে ৫ লাখ ২২ হাজার পুরুষ এবং ১ লাখ ৮৯ হাজার নারী কখনো বিয়ে করেননি। এই হার পঞ্চাশোর্ধ্ব নারীর প্রায় দেড় শতাংশ।

বিভাগীয় পর্যায়ে পর্যালোচনা করলে দেখা যায়, সিলেট বিভাগে অবিবাহিত মানুষের হার সবচেয়ে বেশি। দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম বিভাগ।

রাজশাহীর পর অবিবাহিত পুরুষের হার সবচেয়ে কম খুলনা ও রংপুরে। তবে অবিবাহিত নারীর হার সবচেয়ে কম খুলনা বিভাগে।

তবে আমাদের দেশে সরকারিভাবে বিয়ের বয়স নির্ধারণ করা রয়েছে। পুরুষের বিয়ের বয়স ২১ বছর এবং নারীদের ক্ষেত্রে ১৮ বছর। এছাড়া বিবিএসের জরিপ প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, বাংলাদেশে বিয়ের গড় বয়স ২৫ বছর। দেশের ৪৯ দশমিক ৯৪ শতাংশ পুরুষ এবং ৫৩ দশমিক ২৯ শতাংশ নারী বর্তমানে বিয়েবন্ধনে আবদ্ধ আছেন।

অনলাইন ডেস্ক