মাথার কোন দিকের ব্যথা কীসের লক্ষণ?

 নিজস্ব প্রতিবেদক    ২৭ মার্চ, ২০২৪ ১১:৩১:০০নিউজটি দেখা হয়েছে মোট 10 বার

জীবনে কোনোদিন মাথাব্যথা হয়নি এমন লোক বোধহয় খুব কমই খুঁজে পাওয়া যাবে। মাথা ব্যথা হলেই আপনারা অনেকেই সমাধান হিসেবে নাপা কিংবা যেকোনো ব্যথার ঔষুধ খেয়ে থাকেন। আবার অনেকেই প্রায়ই মাথা ব্যাথার যন্ত্রণায় ভুগে থাকেন।

চলুন মাথাব্যথার অনেক কারণের মধ্যে উল্লেখযোগ্যগুলো কয়েকটি বিষয় জেনে নেওয়া যাক…

১. মাইগ্রেন: মাথার যে কোনও একটা দিক থেকে ব্যথা শুরু হয়। অনেকেই একে আধ-কপালি বলে থাকে। এছাড়া চোখের চারপাশেও ব্যথা হতে থাকে।

২. টেনশন: দুশ্চিন্তার কারণে মাথাব্যথা হলে পুরো মাথা জুড়ে হয়। মনে হবে, যেন কেউ মাথাটা চেপে ধরে আছে। ভারী ভারী লাগবে।

আরও পড়ুন: নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত...

৩. মাথার ভিতরে রক্তপাত হলে: মাথার পিছন দিক থেকে শুরু হয়ে ঘাড় পর্যন্ত প্রচণ্ড ব্যথা হয়।

৪.বয়স্কদের মাথাব্যথা: কানের পিছনে টেম্পোরাল আর্টারি থাকে। সেখানে টেম্পোরাল আর্টারাইটিস বলে একটা অসুখ হয়। এই অসুখ হলেও কানের পিছনে তীব্র ব্যথা হয়।

৫. ব্রেন টিউমার হলে মাথার ডান পাশে টেম্পোরাল লোবে টিউমার হলে সেই অংশে ব্যথা হয়। এরকমই যে দিকে টিউমার হয় সেই দিকে ব্যথা হয়। টিউমার ছোট থাকলে ব্যথা হয় না। আকারে অনেকটা বড় হলে তবেই হয় যন্ত্রণা।

নিজস্ব প্রতিবেদক