কোরবানির দিন যা যা করণীয়

 নিজস্ব প্রতিবেদক    ২৯ জুন, ২০২৩ ১৫:৫০:০০নিউজটি দেখা হয়েছে মোট 4 বার

মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব হচ্ছে ঈদুল আজহা। আর কোরবানি ঈদ মানে কোরবানির জন্য পশু কেনা, সেই পশুর যত্ন নেওয়া এবং পশু কোরবানি দেওয়া।

সচেতনতার অভাবে কোরবানির পশুর রক্তে রাস্তাঘাট এবং বাসাবাড়ির আশপাশ দুর্গন্ধ হয়ে পড়ে। কিন্তু আমরা যদি কিছুটা সচেতন হয় আমরা এই পরিস্থিতি মোকাবেলা করতে পারি।

চলুন জেনে নেওয়া যাক কোরবানির দিন আমাদের কি কি করণীয়...

# নির্ধারিত স্থানেই পশু জবাই করুন। এ সময় হাতে গ্লাভস এবং কাজটি শুরুর আগে ও পরে জীবাণুনাশক লিকুইড ব্যবহার করুন।

# জীবণু যেন আশেপাশে ছড়িয়ে না পড়ে সেই জন্য মাংস কাটা পরে সেখানে পানি দিয়ে পরিষ্কার করে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিন। রাস্তাঘাট এবং বাড়ির আশপাশের পরিবেশ স্বাস্থ্যকর থাকবে।

আরও পড়ুন: যে মসলায় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে...

#কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের জন্য সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তা নিন।

# কোরবানির মাংস বিলিয়ে দেওয়ার পর অনেক মাংস জমা থাকে। যত দ্রুত সম্ভব মাংস ফ্রীজে সংরক্ষণের করুন।

# কোরবানির কাজ শেষ করার পর হালকা গরম পানি ও সাবান দিয়ে গোসল করুন। এতে নিজেকে ঝরঝরে ও হালকা অনুভব করবেন।

# কোরবানির প্রয়োজনীয় জিনিসপত্র ( চাকু, ছুরি, বঁটি, চাপাতি) কাজ শেষে ধুয়ে পরিষ্কার করে সঠিক স্থানে রাখুন।

# ঘর জীবানুমুক্ত রাখতে ব্যবহার করুন সেভলন অথবা ডেটল যুক্ত পানি।

নিজস্ব প্রতিবেদক