ডাবের পানি খাওয়ার উপকারিতা কী?

 নিজস্ব প্রতিবেদ    ১৫ ডিসেম্বার, ২০২৩ ১৩:৫৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 50 বার

ডাবের পানি খেতে আপনারা সবাই ভালোবাসেন। ছোট-বড় সবাই ডাবের পানি পছন্দ করে। প্রাকৃতিকভাবে উৎপন্ন এই পানীয়টিতে রয়েছে সোডিয়াম, পটাশিয়াম, ভিটামিন বি১ এবং ভিটামিন সি। ডাবের পানিতে ভরপুর ক্যালোরি থাকলেও সুগারের পরিমাণ কম থাকে। তাই ডায়াবেটিস রোগীরাও নিশ্চিন্তে ডাবের পানি খেতে পারেন।

চলুন জেনে নেওয়া যাক ডাবের পানির উপকারিতা…

ডাবের পানি ক্লান্ত শরীরের পানিশূন্যতা দূর করে এবং সতেজ রাখতে সহায্য করে। ডাবের পানিতে আছে ৬০ ক্যালরি, ১৫ গ্রাম কার্বোহাইড্রেট, ৮ গ্রাম চিনি।

ডাবের পানিতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট দেহকোষ ধ্বংসকারী ফ্রি-র্যাডিকাল থেকেও শরীরকে রক্ষা করে। ডায়াবেটিসে আক্রান্তদের জন্য ডাবের পানি কার্যকর। কেননা এটি ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। রক্ত জমাট বাঁধা প্রতিরোধে এর অ্যান্টি- থ্রমবোটিকের ভূমিকা রয়েছে।

আরও পড়ুন: কাঠবাদাম খাওয়ার উপকারিতা কী?...

কিডনিতে পাথর হওয়া রোধেও ডাবের পানি বেশ উপকারী। তাছাড়া কোলেস্টেরলের মাত্রা কমানো, রক্তচাপের মাত্রা কমানো এবং স্বাভাবিক রাখাতেও এই পানীয়র জুড়ি নেই।

ডাবের পানির পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম হৃদপিণ্ড সচল রাখে এবং ওজন কমাতেও সহায়তা করে।

গবেষকরা বলেন, ব্যায়ামের পর অন্যান্য পানীয়র চাইতে ডাবের পানি অধিক কার্যকর। এতে থাকা অ্যান্টি-এজিং প্রপার্টি ত্বকের দাগ ও বলিরেখা দূর করে এবং উজ্জ্বলতা বাড়িয়ে তোলে।

নিজস্ব প্রতিবেদ