গরমে মেঝেতে ঘুমানো স্বাস্থ্যের জন্য ভালো

 নিজস্ব প্রতিবেদক    ২৪ এপ্রিল, ২০২৪ ১৭:১৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 3 বার

তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। অনেকেই আবার নরম বিছানা ছেড়ে মেঝেতে ঘুমাচ্ছেন। তবে আপনি জানেন কি মেঝেতে ঘুমানো স্বাস্থ্যের জন্য ভালো নাকি খারাপ?

চলুন জেনে নেওয়া যাক মেঝেতে ঘুমালে শরীরে কী ঘটে–

পিঠে ব্যথা কমে: মেঝেতে ঘুমালে আপনার মেরুদণ্ড সোজা হয়ে থাকে। ফলে যাদের পিঠে ও কোমরের ব্যথার মতো সমস্যা আছে, তাদের ক্ষেত্রে উপকার মেলে।

এ ছাড়াও মেঝেতে ঘুমানোর ফলে আপনার কোমরের ব্যথাও কমতে পারে। তাই বিশেষজ্ঞরা মেঝেতে ঘুমানোর অভ্যাসকে স্বাস্থ্যের জন্য ভালো বলছেন।

আরও পড়ুন: মিয়ানমারের কারাগার থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি...

ঘাড়ের ব্যথা কমায়: ঘুমের সময় ঘাড় সোজা করে না রাখলে ঘাড় ও পিঠে ব্যথার সৃষ্টি হতে পারে। তবে মেঝেতে ঘুমালে এ ধরনের সমস্যা এড়ানো যায়।

রক্ত সঞ্চালন ভালো হয়: শরীর সুস্থ রাখার জন্য রক্ত সঞ্চালন ভালো হওয়া জরুরি। আপনি যদি মেঝে বা শক্ত জায়গায় ঘুমান তাহলে উপকার পাবেন। তবে আপনার যদি ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা থাকে, তাহলে মেঝেতে না ঘুমানোই ভালো।

আপনি যদি গরমে মেঝেতে ঘুমান তাহলে আপনার উপকার মিলবে। তাই মেঝেতে ঘুমানোর অভ্যাস করুন।

নিজস্ব প্রতিবেদক