ঢাকায় বিয়ে করলেই দিতে হবে কর

 অনলাইন ডেস্ক    ৬ ফেব্রুয়ারী, ২০২৪ ১৭:৩৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 9 বার

করপোরেশনের আওতাধীন এলাকার বিবাহ নিবন্ধন কার্যক্রম শৃঙ্খলায় আনার উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ওই সব এলাকায় বিয়ে করলে দিতে হবে কর।

সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, বিয়ে ব্যবস্থা শৃঙ্খলার আওতায় আনতে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

জানা গেছে, প্রথম বিয়েতে দিতে হবে ১০০ টাকা। এরপর প্রথম স্ত্রী জীবিত থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করলে ৫ হাজার, প্রথম ও দ্বিতীয় স্ত্রী জীবিত থাকা অবস্থায় তৃতীয় বিয়ে করলে ২০ হাজার এবং একই ভাবে চতুর্থ বিয়েতে ৫০ হাজার টাকা কর দিতে হবে।

এছাড়াও স্ত্রী যদি মানসিক ভারসাম্যহীন বা বন্ধ্যা হয় সেক্ষেত্রে পরবর্তী বিয়ের জন্য ২০০ টাকা কর দিতে হবে।

আরও পড়ুন: জবিতে শীতকল্প ১৪৩০ অনুষ্ঠিত...

এই কর আদায় হবে আদর্শ কর তপশিল ২০১৬ অনুযায়ী। এক্ষেত্রে করের টাকা পরিশোধ করতে হবে পাত্র পক্ষকে। এমন আইন আগে থেকে থাকলেও এটি এই প্রথম বাস্তবায়ন হচ্ছে।

ঢাকা দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডে এ ব্যবস্থা চালু হয়েছে। প্রথম দিকে এই করের টাকা ম্যানুয়ালি আদায় করা হলেও পরবর্তীতে এটি অনলাইনের মাধ্যমে পরিশোধের ব্যবস্থা থাকবে।

ঢাকা দক্ষিণ সিটি কর্তৃপক্ষ জানায়, প্রথমদিকে শুধু এই কর আদায় ব্যবস্থা থাকলেও পরবর্তীতে বিয়েতে অতিথি নিয়ন্ত্রণ কর আদায়ের পরিকল্পনা রয়েছে।

অনলাইন ডেস্ক