চোখের রোগ ‘আই ফ্লু’ বুঝবেন কী করে?

 নিজস্ব প্রতিবেদন    ২৬ জুলাই, ২০২৩ ১২:৫৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 4 বার

বর্ষাকালে আমাদের ঘরে ঘরে বাড়ে জ্বর, সর্দি ও কাশির প্রভাব। এই রোগের পাশাপাশি উপদ্রব বাড়ছে আমাদের চোখের রোগ ‘আই ফ্লুর’। ‘আই ফ্লু’ এক ধরণের সংক্রমণি ভাইরাস যা চোখের মধ্যে হয়ে থাকে। চিকিৎসকের ভাষায় এই রোগকে বলা হয় কনজাংটিভাইটিস। অনেকে আবার এ রোগকে ‘চোখ ওঠা’ রোগ বলে থাকেন।

বিশেষজ্ঞরা বলছেন, ‘আই ফ্লু’ রোগে আক্রান্ত হলে আপনি আপনার চোখের কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন।

চলুন সেই লক্ষণসমূহ গুলো জেনে নেওয়া যাক…

১. এই রোগে চোখ গোলাপি ও লাল হয়ে যায়।

২. চোখ থেকে পানি ঝরে।

৩. চোখ জ্বালা কিংবা চুলকানি হয়।

৪. চোখে অস্বস্তিবোধ হওয়া।

. চোখ ফুলে যেতে পারে।

৬. চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যেতে পারে।

তাই এই রোগ থেকে বাঁচতে হলে পুষ্টিকর খাদ্য গ্রহণ করা। অকারণে চোখে হাত দিয়ে স্পর্শ করা থেকে বিরত থাকুন। প্রয়োজনে হাত ও মুখ সাবান পানি দিয়ে ভালো করে ধুয়ে নিবেন।

তার পাশাপাশি এই রোগের জন্য চিকিৎসকের পরামর্শ নিন। চোখে ড্রপ ব্যবহার করুন এবং ডায়েটে ভিটামিন সি এর পাশাপাশি বেশি বেশি সুষম খাবার খাবেন।

নিজস্ব প্রতিবেদন