আপনি কি জানেন পাফিন কি?

 নিজস্ব প্রতিবেদক    ১৬ অক্টোবার, ২০২৩ ০৯:৩০:০০নিউজটি দেখা হয়েছে মোট 11 বার

পাফিন হল অক প্রজাতির একটি সামুদ্রিক পাখি। যা জলে ও স্থলে বসবাস করে। এরা সাধারণত জলের মধ্যে ডাইভ মেরে থেকে শিকার ধরতে পছন্দ করে। সমুদ্রে এরা ছোট ছোট মাছ শিকার করে।

প্রজনন কালে অতি উজ্জ্বল ঠোঁট নিয়ে জন্মগ্রহণ করে এই পাখি। এদের মধ্যে দুটো প্রজাতি রয়েছে। একটি হলো টাফটেড পাফিন এবং অন্যটি হলো হর্নড পাফিন।

প্রানীটি অপেক্ষাকৃত মাঝারি আকারের সামুদ্রিক পাখি। এদের অতি সহজেই চেনা যায়। পাখিটির মাথার কাছে হলুদ নুরদাড়ি ও মোটা শক্ত ঠোঁট রয়েছে। এরা ১৩ ইঞ্চি থেকে ২৫ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং ৭৪০ গ্রাম পর্যন্ত এদের ওজন হতে পারে।

আরও পড়ুন: যে ছবি তুলেই জিততে পারেন আইফোন ১৪ ও বাইক...

এই পাখিগুলি গাঁট্টাগোট্টা, স্বল্প পাখনা যুক্ত ও ছোটো লেজ যুক্ত হয় এবং এদের অপরের অংশ হয় কালো এবং নিচের অংশ হয় সাদা বা কটা ধূসর রঙের। মাথায় একটি কালো টুপির মতোন অংশ আছে। মুখটা প্রধানত সাদাই হয় এবং পাগুলো হয় গাড় কমলা রঙের। প্রজনন কালে তাদের ঠোঁট গুলো রঙিন ও উজ্জ্বল হয়। ঠোঁটের বাইরের অংশটা প্রজনন মরসুমের পরে চালা হয়ে যায় এবং নিচের দিকে একটি ছোটো এবং ঘোলাটে আসল ঠোঁট প্রকাশ পায়।

নিজস্ব প্রতিবেদক