ঘড়ির সময় বোঝানোর জন্য ‘AM’ বা ‘PM’ ব্যবহার করা হয় কেন

 নিজস্ব প্রতিবেদক    ২ অক্টোবার, ২০২৩ ২৩:০৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 4 বার

আপনারা সবাই ঘড়ি সময় দেখতে পারেন। তবে সময় বলার ক্ষেত্রে গভীর রাত কিংবা দুপুর বেলাকে ইংরেজিতে কি ভাবে প্রকাশ করা উচিত তা অনেকেই জানেন না। ঠিক দুপুর বেলা কে বুঝায় PM আর মধ্যরাত্রি কে বোঝায় AM। কিন্তু এর সঠিক মানে অনেকেই আবার জানেন না।

চলুন AM ও PM এর মানে গুলো জেনে নেওয়া যাক…

আপনারা অনেকেই জানেন রাত ১২টা থেকে পরে দিন ১১:৫৯ মিনিট কে AM বুঝায়। ঠিক তেমনি দুপুর ১২ থেকে ওই দিন রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত কে PM বলা হয়।

আরও পড়ুন: যে শহরে পুরুষের একাধিক প্রেমিকা থাকা বাধ্যতামূলক...

AM বলতে বোঝায় ‘অ্যান্টি মেরিডিয়েম’ আর PM বলতে বোঝায় ‘পোস্ট মেরিডিয়েম’। কিন্তু আপনার অনেকেই সংক্ষেপে বলা এই দুই শব্দের ভুল ব্যাখ্যা জানেন। তারা AM-কে আফটার মিডনাইট ও PM-কে পোস্ট মিডডে হিসেবে জানেন।

‘অ্যান্টি’ শব্দটির অর্থ আগে ও ‘পোস্ট’ শব্দটির অর্থ পরে। মেরিডিয়েম শব্দটি ল্যাটিন শব্দ যা মেরিডিস থেকে এসেছে। ‘অ্যান্টি মেরিডিয়েম’ (AM) হল মধ্যাহ্নের আগে আর ‘পোস্ট মেরিডিয়েম’ (PM) হল মধ্যাহ্নের পরে কে বুঝায়।

নিজস্ব প্রতিবেদক