গরমে বিদ্যুৎ বিল বাড়ছে, কমাতে কী করবেন?

 নিজস্ব প্রতিবেদক    ৬ মে, ২০২৪ ১০:৫৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 6 বার

তীব্র দাবদাহে ঘরে বাড়ছে ফ্যান, চার্জার, এসি, কুলার, বাতির ব্যবহার। এ কারণে মাস শেষে বাড়ছে বিদ্যুৎ বিলের টাকার পরিমাণও। তাই নিম্নবিত্ত পরিবারের পাশাপাশি দুশ্চিন্তার রেখা এখন প্রভাব ফেলেছে মধ্যবিত্ত পরিবারগুলোতেও।

এ অবস্থায় গরমের সময় কীভাবে বিদ্যুৎ বিল কমানো যাবে সে উপায় কী জানা আছে আপনার? তবে গরমের এই সময়টাতে বিদ্যুৎ বিল যেন কিছুতেই কমিয়ে আনতে পারছেন না।

এমন পরিস্থিতিতে প্রতিটি ঘরেই এলইডি লাইট লাগাতে পারেন। এই বাতিগুলো লোডশেডিংয়েও আপনার ঘর আলো করে রাখতে পারে।

এই বাতির ব্যবহারে তাই আলাদা করে চার্জার বাতি, টর্চ লাইট চার্জ দেয়ার প্রয়োজন পড়বে না। ফলে বিদ্যুৎ অনেকটাই সাশ্রয় হবে।

আরও পড়ুন: গাংনীতে মাদকসেবীর জেল ও জরিমানা...

বিদ্যুৎ সাশ্রয়ী এমন ফ্যানগুলোকে ঘরে ব্যবহারের জন্য প্রাধান্য দিতে পারেন। টানা ৩ ঘণ্টা চালু থাকার পর ১ ঘণ্টা বিরতি দিয়ে ফ্যান ব্যবহার করুন। ফ্যান বন্ধ অবস্থায় সেই ঘরে না থেকে অন্য ঘরে থাকুন। ঘরে জানালা থাকলে তা খুলে দিন।

আবহাওয়া ঠান্ডা থাকলে বা বৃষ্টির দিনগুলোতে ফ্যান বন্ধ রাখতে পারেন। অপ্রয়োজনে খালি ঘরে ফ্যান বা লাইট বন্ধ করেও আপনি বিদ্যুৎ বিল কমাতে পারেন।

এছাড়া মাইক্রোওয়েভ আর ওয়াশিং মেশিন খুব প্রয়োজন না হলে এর ব্যবহার বন্ধ রাখতে পারেন। এতে আপনি বিদ্যুৎ বিল কমতে পারে।

নিজস্ব প্রতিবেদক