মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইকবাল হোসেনের সঞ্চালনায় ও প্রধান শিক্ষক আব্দুর করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক, ধানখোলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মস্তফা (মন্টু), জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য এ্যাড. সাকিল আহমেদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আখেরুজ্জামান, ধানখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকুনুজ্জামান, ছাত্র সমন্বয়ক মুজাহিদুল ইসলাম, বিএনপি নেতা নুর ইসলাম ও জামায়াত নেতা আব্দুর রাজ্জাক প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে অতিথিদের বরণ করা হয়। অতিথিবৃন্দের সামনে বিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়। পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। এছাড়াও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।
এছাড়া এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
তরিকুল ইসলাম