শ্রাবণ-অর্পের নেতৃত্বে ইবির পাবনা জেলা কল্যাণ সমিতির সভাপতি

 ইবি প্রতিনিধি    ৫ মার্চ, ২০২৪ ১১:১৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 12 বার

দীর্ঘ সাত বছর পর ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পাবনা জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন পাবনা জেলা কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৩-২৪ এর অনুমোদন দেওয়া হয়েছে।

এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শ্রাবণ আহমেদ আলহাজ্ব এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের হাসিন ইনতেসাফ অর্প।

গত সোমবার (৪ মার্চ) দুপুর ২ টার সময় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নং কক্ষে পাবনা জেলা কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত নবীনবরন ও চড়ুইভাতি শেষে সমিতির উপদেষ্টা হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ আরিফুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক এম এম নাসিমুজ্জামান, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মোঃ আসাদ উদ দৌলা, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক ফিরোজ খান এ কমিটির অনুমোদন দেন

কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি হিসেবে আব্দুল্লাহ আল নোমান, তাসফিয়া তানিয়া, হুমায়রা জেরিন ও রাহুল হোসাইন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে ফরিদুজ্জামান সুমন, আমিনুল ইসলাম, আমিরুল ইসলাম, জাকারিয়া হোসেন জয় মনোনীত হয়েছেন।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে ইমরান আদনান, অর্থ সম্পাদক কামরুল ইসলাম লিমন, দপ্তর সম্পাদক ওয়াসিফ আল আবরার, প্রচার সম্পাদক কাজল দেবনাথ, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক আঁখি খাতুন তমা, আইন সম্পাদক রায়হান উদ্দিন এবং আইটি সম্পাদক হিসেবে রনক হাসান মনোনীত হয়েছেন।

আগামী ৭ দিনের মধ্যে উক্ত কমিটিকে পুর্নাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নবনির্বাচিত সভাপতি শ্রাবণ আহমেদ আলহাজ্ব বলেন, দীর্ঘদিন স্থবিরতা থাকলেও আমরা অবশেষে পাবনা জেলা কল্যাণের একটি কমিটি পেয়েছি। দায়িত্বশীল হিসেবে আমাদের প্রথম লক্ষ্য হবে পাবনা জেলা থেকে আগত প্রতিটি শিক্ষার্থীর সাথে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করে কমিটি সুসংগঠিত করা এবং সুন্দরভাবে জেলা কল্যাণের কার্যক্রমে এগিয়ে নিয়ে যাওয়া।

এইদিন, অনুষ্ঠানের শুরুতে পাবনা জেলা থেকে আগত ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল, কলম, উইশ কার্ড ও চকলেট দিয়ে বরণ করে নেওয়া হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন করা হয়।

ইবি প্রতিনিধি