এসএসসির ফল প্রকাশ শুক্রবার, যেভাবে জানা যাবে

 অনলাইন ডেস্ক    ২৬ জুলাই, ২০২৩ ১৮:১৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 17 বার

চলতি বছরের এসএসসি ও সমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী শুক্রবার (২৮ জুলাই) সকাল ১০ টাই। শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনের মাধ্যমে।

শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান কী ভাবে রেজাল্ট জানতে পারবেন, তা জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট educationboardresults.gov. bd প্রবেশ করে নিজের রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিলেই রেজাল্ট জানতে পারবেন।

আরও পড়ুন: শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিলের আদেশ জারি...

এছাড়াও শিক্ষার্থীরা বাসায় বসে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিনটা অক্ষর বড় হাতে লিখে স্পেস দিয়ে শিক্ষার্থীর নিজের রোল নম্বর দিয়ে আবারও স্পেস দিয়ে পরীক্ষার সন লিখে 16222 নম্বরে পাঠিয়ে দিলেই শিক্ষার্থী তার ফলাফল জানতে পারবেন।

শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক রেজাল্ট শিট পেতে হলে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট প্রবেশ করে রেজাল্ট কর্ণারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের (EIIN) এন্ট্রি করতে হবে। এরপর ওই শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবেন।

চলতি বছরের এসএসসি ও সমান পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ড ও মাদ্রাসা কারিগরি বোর্ডের অধীনে মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল।

অনলাইন ডেস্ক