এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভ

 অনলাইন ডেস্ক    ৭ আগষ্ট, ২০২৩ ১৭:৪৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 16 বার

চলতি বছরের এইচএসসি পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে আজ সোমবার (৭ আগস্ট) দুপুরে শাহবাগে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়েছে।

পরে বিক্ষোভ মিছিলটি কাঁটাবন হয়ে সায়েন্স ল্যাব মোড়ের দিকে যায়। এ সময় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীরা বলেন, আমরা অনেক কম সময় পাচ্ছি পড়াশোনার তাই এই সময়ে পুরো সিলেবাসের পরীক্ষা দেয়া সম্ভব নয়। আমাদের সিলেবাস কমিয়ে ৫০ নম্বরের পরীক্ষা নেয়া হোক অথবা পরীক্ষা এক মাস ও দুই মাস পিছিয়ে দেয়া হোক। ১০০ নম্বরের পরীক্ষা আমরা মানি না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করে যাব।

আরও পড়ুন: বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় পেল প্রথম নারী প্রক্টর...

শিক্ষার্থীরা জানান, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীরা প্রায় আড়াই বছর সময় পেয়েছে পড়াশোনার। আড়াই বছর সময় নিয়ে তাদের পরীক্ষা হয় ৫০ নম্বরের। কিন্তু ২০২৩ সালে পরীক্ষার্থীরা মাত্র দেড় বছর সময় পেয়েছে। তুলনামূলক এক বছর কম সময় পাওয়ার পরও তাদের ১০০ নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে। গত বছর আইসিটি সাবজেক্টের পরীক্ষা নেওয়া হয়নি। এবার আইসিটি সাবজেক্টও পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় আইসিটি বিষয়টি বাদ দেওয়ার দাবি করেন

অনলাইন ডেস্ক