এইচএসসি পরীক্ষার্থীদের প্রতিষ্ঠান থেকে মূল্যায়নপত্র দেয়ার অনুরোধ শিক্ষা উপদেষ্টার

 অনলাইন ডেস্ক    ২১ আগষ্ট, ২০২৪ ১৮:৩৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 9 বার

অনভিপ্রেত ঘটনার কারণে এইচএসসির স্থগিত পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে সব শিক্ষার্থীর মতামতের প্রতিফলন হয়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। আজ বুধবার (২১ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, কয়েক হাজার শিক্ষার্থীর দাবির প্রেক্ষিতে স্থগিত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয়া হলেও, সারাদেশে পরীক্ষার্থী রয়েছেন প্রায় ১২-১৩ লাখ। আমাদের এ বিষয়ে বিচার বিবেচনা করেই সিদ্ধান্ত নেয়ার কথা ছিল।

তবে মঙ্গলবার একটি অনভিপ্রেত ঘটনার কারণে এইচএসসির স্থগিত পরীক্ষা বাতিল করা হয়েছে।

তবে, শিক্ষার্থীরা নিজেদের কলেজ থেকে, সব বিষয়ে পূর্ণাঙ্গ মূল্যায়নপত্র নিতে পারবেন বলে জানান ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, এটি তাদের (শিক্ষার্থী) অধিকার।

শিক্ষার্থীদেরকে স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সব বিষয়ে পরীক্ষার পূর্ণাঙ্গ মূল্যায়নপত্র দেয়ার অনুরোধ করছি।

এক্ষেত্রে টেস্ট, প্রি-টেস্টের মূল্যায়নপত্র শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নেয়া হবে।

অনলাইন ডেস্ক