১ জানুয়ারি ‘বই উৎসব’ পালনের নির্দেশ মাউশির

 অনলাইন ডেস্ক    ২৭ ডিসেম্বার, ২০২৩ ১১:০৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 10 বার

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) আগামী ১ জানুয়ারি ২০২৪ পাঠ্যপুস্তক বিতরণের মাধ্যমে ‘বই উৎসব’ উদযাপনের নির্দেশ দিয়েছে। বই উৎসব উদযাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে।

মাউশি গত মঙ্গলবার এই বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ে নির্দেশনার আলোকে আগামী ১ জানুয়ারি, ২০২৪ পাঠ্যপুস্তক বিতরণের মাধ্যমে ‘বই উৎসব’ উদযাপন করা হবে।

আরও পড়ুন: ডেন্টালে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ...

এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

পাঠ্যপুস্তক বোর্ড সূত্র জানায়, ২০২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থী সংখ্যা ধরা হয়েছে ৩ কোটি ৮১ লাখ ২৭ হাজার ৬৩০ জন। তাদের জন্য বই ছাপা হচ্ছে মোট ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৫১৭টি। শিশুদের জন্য এবার মোট দুই লাখ পাঁচ হাজার ৩১ কপি বই ছাপা হচ্ছে।

অনলাইন ডেস্ক