জাবির ভর্তি পরীক্ষা শুরু

 মিজানুর রহমান, জাবি প্রতিনিধি    ২৩ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:৫৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 21 বার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৩-২০৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। যা ২৯ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় 'এ' ইউনিটভুক্ত গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) পরীক্ষার মধ্য দিয়ে এই পরীক্ষা শুরু হয়।

বিকেল ৫ টা ৪০ মিনিট পর্যন্ত সর্বমোট ছয়টি শিফটে অনুষ্ঠিত হয় এই ইউনিটের পরিক্ষা । এর মধ্যে প্রথম দুই শিফটে ছাত্রীদের ও শেষ চার শিফটে ছাত্রদের পরিক্ষা অনুষ্ঠিত হয়।

'এ' ইউনিটে ২২৩টি ছাত্রদের এবং ২২৩টি ছাত্রীদের আসনের বিপরীতে মোট ৩৩ হাজার ৭০৫জন ছাত্র এবং ১৬ হাজার ৭১১ জন ছাত্রী আবেদন করেছেন। দ্বিতীয় শিফটের পরীক্ষা পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম সাংবাদিকদের বলেন, ‘ সুন্দর পরিবেশে ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে। উপস্থিতির হার ৭০-৮০ শতাংশ। আমরা এবছর ভাসমান কোনো দোকান বসতে দেয়নি। সেজন্য ভীড়ও কম আছে। নির্বিঘ্নে পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

আগামী ২৫ ফেব্রুয়ারি (রবিবার) সকাল ৯টা হতে ১০টা পর্যন্ত ১ম শিফটে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ অর্থাৎ ‘সি’ ১ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে ২য় শিফটে সকাল ১০টা ২৫ মিনিট থেকে ষষ্ঠ শিফটে বিকেল ৫টা ৪০মিনিট পর্যন্ত প্রতি শিফটে ১ ঘন্টা করে সর্বমোট ৫ টি শিফটে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট এবং কলা ও মানবিকবিকী অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।


২৭ ফেব্রুয়ারি ও ২৮ ফেব্রুয়ারি জীববিজ্ঞান অনুষদভুক্ত 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গবার ও বুধবার দুইদিন যথাক্রমে ছাত্রী ও ছাত্রদের সকাল ৯টা হতে দুপুর আড়াইটা পর্যন্ত চারটি করে শিফটে পরিক্ষা অনুষ্ঠিত হবে।

২৯ ফেব্রুয়ারি (বুধবার) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ -জেইউ), সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদভুক্ত 'বি' ইউনিট এবং ব্যবসায় শিক্ষা অনুষদভু্ক্ত 'ই' ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে ভর্তি পরীক্ষা শেষ হবে। ওইদিন সকাল ৯টা হতে ১১টা ২৫মিনিট পর্যন্ত প্রথম দুই শিফটে যথাক্রমে ছাত্রী ও ছাত্রদের সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদের পরিক্ষা অনুষ্ঠিত হবে।

তৃতীয় শিফটে সকাল ১১টা ৫০ হতে ১২টা ৫০ মিনিট পর্যন্ত আইবিএ-জেইউ এর ছাত্র ও ছাত্রীদের পরিক্ষা অনুষ্ঠিত হবে। চতুর্থ ও পঞ্চম শিফটে বেলা ১টা ৫০ হতে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত যথাক্রমে ছাত্রী ও ছাত্রদের পরিক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া ৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে সকাল ১০টা হতে 'সি-১ ইউনিটভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ মার্চ সকাল ১১টা হতে ১২টা পর্যন্ত একই ইউনিটের চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুধুমাত্র নৈব্যবক্তিক পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ওই ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

মিজানুর রহমান, জাবি প্রতিনিধি