রমজানের প্রথম ১০ দিন খোলা থাকবে প্রাথমিক স্কুল

 অনলাইন ডেস্ক    ৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১৭:৫২:০০নিউজটি দেখা হয়েছে মোট 16 বার

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে প্রথম দশদিন প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে এই তথ্য জানান গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।

তিনি বলেন, শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণ করতে ২০২৪ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করে আসন্ন পবিত্র রমজান মাসের প্রথম দশ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে পগণশিক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুন: দুই দিনে আওয়ামী লীগের আয় ৬ কোটি ৬৬ লাখ...

এর আগে, দুপুরে ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করে রমজানে ১৫ দিন মাধ্যমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্ত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বছর ১১ অথবা ১২ মার্চ বাংলাদেশে রোজা শুরু হতে পারে বলে জানা গেছে।

অনলাইন ডেস্ক