নতুন শিক্ষাক্রমের পাঠ্যপুস্তক নিয়ে শিক্ষামন্ত্রীর বার্তা

 অনলাইন ডেস্ক    ৭ অক্টোবার, ২০২৩ ১২:২০:০০নিউজটি দেখা হয়েছে মোট 6 বার

রাজধানীর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপস্তক বোর্ড (এনসিটিবি) মিলনায়তনে গত বৃহস্পতিবার রাতে বই বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন কালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, নতুন শিক্ষাক্রমের সব পাঠ্যপুস্তকই নতুন করে প্রণয়ন করা হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, এই বছর বইগুলোর মান আগের চেয়ে অনেক ভালো হয়েছে। নতুন শিক্ষাক্রমের সব পাঠ্যপুস্তকই নতুন করে প্রণয়ন করছি।

আরও পড়ুন: মেহেরপুরে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সংবাদ সম্মেলন...

তিনি আরও বলেন,আমরা চাই বঙ্গবন্ধু প্রত্যাশা পূরণে শিক্ষর্থীরা দক্ষ-যোগ্য ও মানবিক মানুষ হওয়ার পাশাপাশি সৃজনশীল, সহনশীল ও অসাম্প্রদায়িক মানুষ হোক। এ কারণে পুরো শিক্ষাক্রমকে সংস্কারের পরিবর্তে রূপান্তর করছি।

রুপান্তরের উদ্দেশ্য হলো শুধু মুখস্তবিদ্যা নয়, অভিজ্ঞতাভিত্তিক শিখন হবে, সক্রিয় শিখন হবে।

অনলাইন ডেস্ক