তিন বোর্ডের এইচএসসি আজ, পরীক্ষা শুরু ১১টায়

 অনলাইন ডেস্ক    ২৭ আগষ্ট, ২০২৩ ১২:২৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 28 বার

চলতি বছরে দেশে ১৭ আগস্ট থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম, বাংলাদেশ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষা শুরু হয় আজ রোববার (২৭ আগস্ট)।

সকাল দশটার সময় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও গত রাতে অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা সহ দুর্যোগ পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের আওতাধীন ২৯টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা একঘণ্টা পিছিয়ে সকাল ১১টায় শুরু হয়েছে।

আজ আলিম পরীক্ষার্থীদের ইংরেজি প্রথম পত্র, এইচএসসি বিএমটির একাদশ ও দ্বাদশ শ্রেণির হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ, ডিপ্লোমা ইন কমার্স একাদশ শ্রেণির অর্থনীতি ও দ্বাদশ শ্রেণির হিসাববিজ্ঞানের মাধ্যম দিয়ে পরীক্ষা শুরু হয়েছে।

আরও পড়ুন: কাল এইচএসসি পরীক্ষায় বসছে ৮ বোর্ডের ১০ লাখ পরীক্ষার্থী...

আর এ দিন এইচএসসি ভোকেশনালের দ্বাদশ শ্রেণির রসায়ন বিজ্ঞান ২য় ও একাদশ শ্রেণির রসায়ন বিজ্ঞান ১ম পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যান্য বোর্ডের মতো আজ চট্টগ্রাম বোর্ডেও এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা শুরু হবে।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে, এ বছর আলিম পরীক্ষায় অংশ গ্রহন করবেন ৯৮ হাজার ৩১ জন পরীক্ষার্থী।

অন্যদিকে কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেবেন ১ লাখ ৫২ হাজার ৭১৭ জন পরীক্ষার্থী।

অনলাইন ডেস্ক