বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় পেল প্রথম নারী প্রক্টর

 অনলাইন ডেস্ক    ২ আগষ্ট, ২০২৩ ১৪:৪২:০০নিউজটি দেখা হয়েছে মোট 19 বার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো দুই বছরের জন্য প্রক্টর হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. ফারহানা হক

এই কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো নারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে।

ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. ফারহানা হক গত মঙ্গলাবার প্রক্টর হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন বলে এই তথ্য জানিয়েছেন কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ- রেজিস্ট্রার মো. মজনু মিয়া।

আরও পড়ুন: স্কুলে স্মার্টফোন নিষিদ্ধের পরামর্শ জাতিসংঘের...

উপ-রেজিস্ট্রার জানিছেন, সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়। তিনি (১ অগাস্ট) থেকে পরবর্তী দুই বছরের জন্য প্রক্টরের দায়িত্ব পালন করবেন।

তিনি আরও জানিয়েছেন, মঙ্গলাবার সকালে প্রক্টর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ট্রেজারার ও প্রক্টর প্রফেসর তোফায়েল আহমেদের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন ড. ফারহানা হক।


অনলাইন ডেস্ক