কবে থেকে দুপুরের খাবার পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা?

 অনলাইন ডেস্ক    ২৩ জানুয়ারী, ২০২৪ ১৩:১৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 33 বার

আগামী এক মাসের মধ্যে দারিদ্র্যপীড়িত এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার দেয়ার কর্মসূচি শুরু হতে পারে। বিদ্যালয় চলাকালে ‘স্কুল ফিডিং’ কর্মসূচির আওতায় এ খাবার দেয়া হবে। প্রকল্পের পরিচালক এস এম আনছারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ নিয়ে বৈঠক হওয়ারও কথা রয়েছে বলে জানান তিনি।

স্কুল ফিডিং কর্মসূচির প্রকল্প সূত্রে জানা গেছে, প্রকল্পটি চূড়ান্তভাবে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য শিগগির উপস্থাপন করা হবে। পাস হওয়ার পর কর্মসূচি বাস্তবায়ন শুরু হবে।

আরও পড়ুন: মেহেরপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন...

প্রাথমিক পর্যায়ে দেশের ১৫০টি উপজেলার দারিদ্র্যপীড়িত এলাকার ১৮-১৯ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ কর্মসূচি বাস্তবায়ন করবে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

দুপুরে টিফিনের সময় শিক্ষার্থীদের মাঝে এসব খাবার বিতরণ করা হবে। শিক্ষার্থীদের পুষ্টিপূরণ, শিক্ষার্থী ঝরে পড়া রোধ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

অনলাইন ডেস্ক