‘শিক্ষার্থীদের ওপর চাপ কমাতে’ এসএসসির কেন্দ্রে যাবেন না শিক্ষামন্ত্রী

 অনলাইন ডেস্ক    ৫ ফেব্রুয়ারী, ২০২৪ ১৫:২৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 6 বার

আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা। এই পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যাবেন না শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের আজ সোমবার (৫ ফেব্রয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী মনে করেন, কেন্দ্র পরিদর্শনের কারণে শিক্ষার্থীদের ওপর একধরনের হয়রানিমূলক পরিস্থিতির সৃষ্টি হয়। যা মানসিক যন্ত্রণা এবং জনদুর্ভোগের সৃষ্টি হয়।

আরও পড়ুন: দু-পক্ষের সংঘর্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৭ জন আহত...

তিনি জানান, পরীক্ষার সময় শিক্ষার্থীরা এমনিতেই একটা ট্রমার মধ্যে থাকে। কেন্দ্র পরিদর্শনের নামে ব্যাপক জনসমাগম এই মানসিক চাপ আরও বাড়িয়ে দেয়।

এই মানসিক যন্ত্রণা ও জনদুর্ভোগ লাঘবের জন্য এ বছর এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যাবেন না শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী আরও জানান, আইন অনুযায়ী কেন্দ্র পরিদর্শক ছাড়া অন্য কারও কেন্দ্রে প্রবেশের অনুমতি নেই। তাই পরীক্ষাসংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি যেন পরীক্ষা কেন্দ্রে প্রবেশ না করে সেই বিষয়ে সবার সচেতন থাকা উচিত।

অনলাইন ডেস্ক