এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ৩০ জুন

 অনলাইন ডেস্ক    ৫ জুন, ২০২৪ ১৬:০৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 11 বার

এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ৩০ জুন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। আজ বুধবার (৫ জুন) এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৪ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এসব তথ্য জানান।

তিনি বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। মন্ত্রী জানান, গতবারের চেয়ে এবার ৯১ হাজার ৪৪৮ পরীক্ষার্থী বেড়েছে। ৮টি বোর্ডে প্রশ্নপত্রের ট্রাংক পৌঁছে গেছে। ৩টিতে বাকি আছে।

মহিবুল হাসান বলেন, এইচএসসির মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে। মন্ত্রণালয় কোনো তাড়াহুড়ো চায় না।

তবে আঞ্চলিক ও বৈশ্বিক মানদণ্ড রাখার চেষ্টা থাকবে। বন্যা পরিস্থিতি বিবেচনায় সিলেট অঞ্চল নিয়ে মন্ত্রণালয় যথাযথ প্রস্তুতি রেখেছে বলেও জানান মন্ত্রী।

অনলাইন ডেস্ক