রমজানে স্কুল বন্ধের আদেশের বিরুদ্ধে আপিল

 অনলাইন ডেস্ক    ১১ মার্চ, ২০২৪ ১৫:৪১:০০নিউজটি দেখা হয়েছে মোট 7 বার

রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আজ সোমবার (১১ মার্চ) সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আপিল আবেদন করেছেন রাষ্ট্রপক্ষ।

এর আগে গতকাল রোববার (১০ মার্চ) পুরো রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেন হাইকোর্ট।

এ রিটের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

তবে এদিনই ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মোঃ সাইফুজ্জামান গণমাধ্যমকে জানান, অ্যাটর্নি জেনারেল নির্দেশনা দিয়েছেন হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করার জন্য।

আরও পড়ুন: পাসপোর্ট না থাকলেও যাওয়া যাবে সৌদি আরব...

এর আগে ২৫ ফেব্রুয়ারি রমজানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মোঃ ইলিয়াছ আলী মন্ডল।

রিটে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনাও চাওয়া হয়।

অনলাইন ডেস্ক