রাতে জানা যাবে কলেজে ভর্তির প্রথম ধাপের ফল

 অনলাইন ডেস্ক    ২৩ জুন, ২০২৪ ১১:১৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 3 বার

২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তি জন্য প্রথম ধাপে ১৩ লাখেরও বেশি শিক্ষার্থীর আবেদন পড়েছে। কে কোন কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন তা প্রকাশিত ফলাফল থেকে শিক্ষার্থীরা জানতে পারবেন। আজ রোববার (২৩ জুন) রাত ৮টার সময় প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে।

রাত ৮টার পর শিক্ষার্থীদের একাদশ শ্রেণির ভর্তির জন্য নির্মিত ওয়েবসাইটে ফলাফল দেখতে পাবেন। এছাড়া আবেদনের সময় দেয়া মোবাইল নম্বরে এসএমএস করে ফলাফল জানিয়ে দেয়া হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, প্রথম ধাপের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে গত ১৩ জুন। বাছাই প্রক্রিয়া শেষে ১০ দিন পর ফল প্রকাশ করা হচ্ছে। ভর্তি নীতিমালার সময়সূচি মেনে সব কার্যক্রম যথাসময়ে শেষ করা হবে।

আরও পড়ুন: সাম্প্রদায়িক অপশক্তি বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ: ওবায়দুল কাদের...

এর আগে, গত ২৬ মে শুরু হয়ে ১৩ জুন একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে আবেদন প্রক্রিয়া শেষ হয়। চলতি বছর এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিল ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। সারা দেশে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন আছে ২৫ লাখের মতো।

অনলাইন ডেস্ক