মেহেরপুরে উপবৃত্তির বিতরণ বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত

 নিজস্ব প্রতিবেদক    ২৪ ফেব্রুয়ারী, ২০২৪ ১৩:১৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 7 বার

মেহেরপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আজ শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপবৃত্তির বিতরণ কার্যক্রম বাস্তবায়নে সচেতনতা বৃদ্ধি, পিইএসপি এমআইএস পোর্টাল পরিচিতি ও প্রায়োগিক অনুশীলন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিনের সঞ্চালনায় এবং মেহেরপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসোনের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত সচিব (পিইডিপি-৪), অতিরিক্ত মহাপরিচালক ড. উত্তম কুমার দাস।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব (অর্থ বিভাগের) পরিচালক মোঃ মিজানুল হক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (উপবৃত্তি) কবীর উদ্দিন, মেহেরপুর জেলার পিটিআই সুপার ও শিক্ষা অফিসার সরকার আবুল কালাম আজাদ।

আরও পড়ুন: গাংনীতে ফেন্সিডিল ও গাঁজাসহ আটক-১...

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মজিদা আক্তার রিপা, জিয়াউল কবির, অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার, প্রধান শিক্ষকসহ ৪০ জন প্রশিক্ষণার্থী।

নিজস্ব প্রতিবেদক