জবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

 জবি প্রতিনিধি    ২১ ফেব্রুয়ারী, ২০২৪ ১৭:১৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 6 বার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪’ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম-এর পক্ষে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ শাহজাহান পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

দিবসটি উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গতকাল থেকে ছিলো নানা আয়োজন। তারমধ্যে উল্লেখযোগ্য হলো কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন, প্রভাতফেরি, চিত্রাংকন প্রতিযোগিতা, ‘আমরা তোমাদের ভুলবো না’ শিরোনামে একুশের পংক্তিমালা শীর্ষক পরিবেশনাসহ নানা আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: ভাষা শহীদের প্রতি মজিবর রহমান স্মৃতি প্রি-ক্যাডেট স্কুলের শ্রদ্ধা নিবেদন...

উপাচার্যের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি (জবিকস), কর্মচারী সমিতি, সহায়ক কর্মচারী সমিতি পক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা। এছাড়াও দিনব্যাপী ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়।

জবি প্রতিনিধি