যেভাবে জানা যাবে ঢাবির ভর্তি পরীক্ষার ফল

 অনলাইন ডেস্ক    ২৮ মার্চ, ২০২৪ ১০:৪৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 9 বার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ২০২৩-২৪ সেশনের ভর্তি পরীক্ষার সব ইউনিটের ফল আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার সময় প্রকাশ করা হবে।

ভর্তি পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে জানতে পারবেন।

এছাড়া টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এর জন্য DU ALS, বিজ্ঞান ইউনি এর জন্য DU SCI, ব্যবসায় শিক্ষা ইউনিট এর জন্য DU BUS এবং চারুকলা ইউনিট এর জন্য DU FRT টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS এ ফলাফল জানা যাবে।

আরও পড়ুন: স্বাক্ষর জালিয়াতি মামলায় উপজেলা চেয়ারম্যান কারাগারে...

গত বুধবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম এ তথ্য জানান।

এতে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার সময়কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট এবং চারুকলা ইউনিটের ফল প্রকাশিত হবে।

অনলাইন ডেস্ক