১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা ফল প্রকাশ, উত্তীর্ণ ২৬ হাজার ২৪২ জন

 অনলাইন ডেস্ক    ৩১ আগষ্ট, ২০২৩ ১৫:২৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 24 বার

বাংলাদেশের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে বুধবার মধ্যরাতে।

এই পরীক্ষায় মোট পরীক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছেন ২৬ হাজার ২৪২ জন।

এর মধ্যে স্কুল-২ পর্যায়ের ২ হাজার ১০১ জন, স্কুল ও সমপর্যায়ের ১৯ হাজার ৯৫ জন, কলেজ ও সমপর্যায়ের ৫ হাজার ৪৬ জন।

এনটিআরসিএ সদস্য এস এম মাসুদুর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) এর ফল প্রকাশের বিষয়টি গণমাধ্যমকে জানান।

আরও পড়ুন: প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ জটিলতার বিধিমালা চূড়ান্ত...

পরীক্ষার্থীরা নিবন্ধন পরীক্ষার রোল ও ব্যাচ নম্বর দিয়ে ফল জানতে পারবেন এনটিআরসিএর ওয়েবসাইটে।

এ ছাড়াও উত্তীর্ণ পরীক্ষার্থীদের মোবাইল ফোনের ম্যাসেজের মাধ্যমে ফল জানানো হয়েছে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ, সময় পরবর্তীতে ফোনের ম্যাসেজের মাধ্যমে ও এনটিআরসিএর ওয়েবসাইটে জানানো হবে।

অনলাইন ডেস্ক