কারিকুলামে পরিবর্তন নিয়ে যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

 অনলাইন ডেস্ক    ১৪ জানুয়ারী, ২০২৪ ১৬:৪১:০০নিউজটি দেখা হয়েছে মোট 27 বার

সচিবালয়ে মন্ত্রী হিসেবে আজ রোববার (১৪ জানুয়ারি) সকালে দায়িত্ব পালনের শুরুর দিনেই সাংবাদিকদের সামনে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, শিক্ষা কারিকুলাম নিয়ে সমালোচনা আছে। প্রয়োজনে কারিকুলামের মূল্যায়নে অবশ্যই পরিবর্তন আনা হবে।

তিনি বলেন, শিক্ষাবর্ষ মাত্র শুরু হয়েছে। ধারাবাহিক মূল্যায়নের কাজগুলোও শুরু হয়েছে। কাজ করতে গিয়ে কোনো সমস্যা মনে হলে অবশ্যই পরিবর্তন আসবে। নতুন কারিকুলাম হঠাৎ করে আসেনি। এটা নিয়ে আলোচনা-সমালোচনা থাকাটাই স্বাভাবিক।

আরও পড়ুন: টালিউডে নাম লেখালেন বুবলী, নায়ক কে?...

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষায় একটা ধারাবাহিকতা থাকে। সেই ধারাবাহিকতার মধ্য দিয়ে রূপান্তর ও স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। স্মার্ট সিটিজেন তৈরি করার জন্য স্মার্ট এডুকেশন সিস্টেম আমাদের প্রয়োজন। সেই লক্ষ্যে আমরা কাজ করব।

এসময় সাবেক শিক্ষামন্ত্রীর প্রসঙ্গে নওফেল বলেন, ডা. দীপু মনির সঙ্গে কাজ করেছি। চ্যালেঞ্জ দেখেছি। তিনি সফল মন্ত্রী। শিক্ষা রূপান্তরের কাজ করছি। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের কাজ চলছে।

অনলাইন ডেস্ক