রমজানে স্কুল খোলা থাকবে: আপিল বিভাগ

 অনলাইন ডেস্ক    ১২ মার্চ, ২০২৪ ১৪:১৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 8 বার

রমজান মাসের প্রথম ১০ দিন প্রাথমিক বিদ্যালয় ও ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সরকারি সিদ্ধান্ত বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আদালতে আজ মঙ্গলবার (১২ মার্চ) রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন। অন্যদিকে রিট আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী এ কে এম ফয়েজ।

গত রোববার (১০ মার্চ) হাইকোর্ট পুরো রমজান মাসে সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে বলে আদেশ দেন। রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত না করে বিষয়টি আপিল বিভাগে শুনানির জন্য পাঠিয়ে দেন চেম্বার আদালত।

আরও পড়ুন: গাংনী বাজারে উঠছে অপরিপক্ব তরমুজ, দামও চড়া...

এ সিদ্ধান্তের জন্য গত সোমবার (১১ মার্চ) দিনভর আদালতের দিকে তাকিয়েছিলেন দেশের শিক্ষার্থী ও অভিভাবকেরা। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি আজ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।

এবার রমজান মাসে প্রথম ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয় এবং প্রথম ১০ দিন প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে।

অপরদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম চালু থাকবে।

অনলাইন ডেস্ক