বরিশালে ডেঙ্গু কেড়ে নিল যুবকের প্রাণ

 অনলাইন ডেস্ক    ২৮ জুলাই, ২০২৪ ১০:২২:০০নিউজটি দেখা হয়েছে মোট 5 বার

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে এক রোগীর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুলাই) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত নিত্যনন্দ মণ্ডল বরিশালের বানারীপাড়া উপজেলার বাসিন্দা।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, শনিবার শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিত্যনন্দ মণ্ডল মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১৮ জন রোগী ভর্তি হয়েছেন।

আরও পড়ুন: দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা...

গত ১ জানুয়ারি থেকে ৬৭৭ জন রোগী সরকারি হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ৬০৭ জন সুস্থ হয়ে ফিরে গেছেন। মারা গেছেন ১০ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬০ জন।

চিকিৎসাধীন রোগীর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে বরগুনা সদর হাসপাতালে ২৩ জন রোগী।

এ দিকে চলতি বছর পুরো বিভাগে মারা যাওয়া ১০ জনের মধ্যে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন ও বরগুনায় একজনের মৃত্যু হয়েছে।

অনলাইন ডেস্ক