মেহেরপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

 নিজস্ব প্রতিবেদক    ১২ মে, ২০২৩ ১৬:০৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 7 বার

আজ (১২ মে) আন্তর্জাতিক নার্স দিবস। মেহেরপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়।

আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতাল এর উদ্দগ্যে আজ সকালে একটি শোভাযাত্রা বের হয়। মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির হাসিবের নেতৃত্বে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রাটি মেহেরপুরের পৌর ইদগাহ গেট থেকে শুরু হয়ে হাসপাতার চত্ত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে তত্ত্বাবধায়ক জমির হাসিবের সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত শোভাযাত্রা ও আলোচনা সভায় উপস্তিত ছিলেন, মেহেরপুর জেনারেল হাসপাতালের নার্স সুপারভইজার নাজমা খাতুন, বেলাতুন্নেসা।

এছাড়া আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য অফিসার আজিরন খাতুন সহ হাসপাতালের নার্স, ব্রাদার ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষানবিশ সেবিকারা।

মেহেরপুরে দিবসটির এ বছরের প্রতিপাদ্য “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ”।

আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে প্রতিবছর বিশ্বব্যাপী এ তারিখে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করা হয়।

মানবসেবায় অনন্য দায়িত্ব পালনকারী নার্সদের স্বীকৃতি ও সম্মান প্রদর্শনে বিশ্বের অন্যান্য দেশের মতো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশেও দিবসটি উদযাপন করা হয়।

নিজস্ব প্রতিবেদক