করোনার নতুন ধরন নিয়ে নজরদারি করছে শাবিপ্রবির করোনা শনাক্তকরণ ল্যাব

 অনলাইন ডেস্ক    ২১ জানুয়ারী, ২০২৪ ১১:৫৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 7 বার

ভারতে আতঙ্ক ছড়ানো করোনাভাইরাসের নতুন ধরন জেএন-১ বাংলাদেশেও শনাক্ত হয়েছে। পাঁচজনের নমুনা পরীক্ষায় নতুন ধরনটি পাওয়া গেছে। যা সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নজরে এসেছে।

করোনাভাইরাসের নতুন ধরন জেএন-১ নিয়ে নজরদারি করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) করোনা শনাক্তকরণ ল্যাব।

শাবিপ্রবিতে স্থাপিত ল্যাবের কোভিড টিম লিডার বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল হক গত শনিবার (২০ জানুয়ারি) এ তথ্য জানান।

তিনি বলেন, আগের তুলনায় কম নমুনা ল্যাবটিতে আসছে। যেহেতু সিলেট বিভাগের চারদিকেই ভারতের সীমান্ত সেক্ষেত্রে এই অঞ্চলের প্রাপ্ত নমুনায় করোনাভাইরাসের নতুন ধরন জেএন-১ নিয়ে নজরদারি আছে ল্যাব সংশ্লিষ্টদের। এক্ষেত্রে সরকারি সব দায়-দায়িত্ব, সহযোগিতাও করতে পারবে ল্যাবটি।

আরও পড়ুন: চোখের সমস্যায় ভুগছেন সাকিব, যাচ্ছেন সিঙ্গাপুর...

কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ জানান, নতুন উপধরনের রোগ ছড়ানোর ক্ষমতা আছে। তবে এর কারণে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া বা মৃত্যুর ভয় তেমন নেই।

এদিকে করোনা সংক্রমণ বাড়ায় সতর্কতামূলক মাস্ক পরার পাশাপাশি টিকার পরবর্তী ডোজ নেয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতর।

অনলাইন ডেস্ক