মেহেরপুরে জাতীয় ভিটামিনের “এ” প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে পরিকল্পনা সভা অনুষ্ঠিত

 নিজস্ব প্রতিবেদক    ২৮ মে, ২০২৪ ১৭:০১:০০নিউজটি দেখা হয়েছে মোট 5 বার

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগ আজ মঙ্গলবার (২৮ মে) দুপুরের সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের মিলনায়তনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সহযোগিতায় সদর উপজেলা পর্যায়ে জাতীয় ভিটামিনের “এ” প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলা ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান লতিফুন্নেছা লতার সভাপতিত্বে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজির হাসান।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী পটুয়াখালী যাচ্ছেন বৃহস্পতিবার...

স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.অলক কুমার দাস।

সদর উপজেলার ১২০ কেন্দ্রে শিশুদের “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দিন, ইন্সপেক্টর জাহাঙ্গীর সেলিমসহ অনেকেই।

নিজস্ব প্রতিবেদক