নিষিদ্ধ হেলোসিন বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি

 অনলাইন ডেস্ক    ১৫ জুন, ২০২৪ ১৮:১৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 8 বার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, সরকারিভাবে নিষিদ্ধ ড্রাগ হেলোসিন ক্রয়, বিক্রয় ও ব্যবসার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে। আজ শনিবার (১৫ জুন) মহাখালীর বাজার রোডে ঔষধ প্রশাসন অধিদপ্তর সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, উৎপাদনকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং সরকারিভাবে নিষিদ্ধ ড্রাগ হেলোসিন ক্রয় ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকায় এই ওষুধের ক্রয়, বিক্রয় ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন: পশুর হাটের সবার নজর স্নাতক পাস সালমার দিকে!...

তিনি আরও বলেন, নিষিদ্ধ থাকার পরও এসিআই কোম্পানির এই ঔষুধ কীভাবে উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে, এ ব্যাপারে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এই ঔষুধ বাজারজাত বন্ধে দেশব্যাপী অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

অনলাইন ডেস্ক