পটুয়াখালীতে বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা

 অনলাইন ডেস্ক    ২৫ সেপ্টেম্বার, ২০২৩ ১৩:২৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 8 বার

পটুয়াখালীতে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১০৭ জন। এই নিয়ে হাসপাতালে ভর্তি আছে ২৯৮ জন। আর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ জন।

পটুয়াখালী জেলা সিভিল সার্জন এস এম কবির হাসান আজ (২৫ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন এস এম কবির হাসান বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় তাদেরকে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। হাসপাতালগুলোর ধারণ ক্ষমতার চেয়ে রোগী বেশি হওয়ায় মেঝেতে চিকিৎসা দিতে হচ্ছে তাদের।

আরও পড়ুন: ফাস্টফুড শিশুদের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনছে: স্বাস্থ্যমন্ত্রী...

তবে রোগী অভিভাবকদের অভিযোগ, মেঝেতে চিকিৎসা নিতে তাদের সমস্যা হচ্ছে। বারান্দায় ফ্যান না থাকায় গরমে সমস্যা হচ্ছে।

পটুয়াখালী মেডিকেল কলেজের তত্বাবধায়ক দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, ‘ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এতো বেশি রোগী আসছে, বাধ্য হয়ে হাসপাতালের বারান্দায় চিকিৎসা দিতে হচ্ছে।’

সিভিল সার্জনের তথ্য মতে, এখন পর্যন্ত ওই জেলায় মোট চার হাজার ৮৫৯ জন চিকিৎসা নিয়ে ভালো হয়ে বাড়ি ফিরেছেন। আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৫৭ জন।

অনলাইন ডেস্ক