ডেঙ্গুতে আজ ৭ জনের মৃত্যু

 অনলাইন ডেস্ক    ২ নভেম্বার, ২০২৩ ১৫:১৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 20 বার

সারা দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৫৫ জন।

এছাড়াও গত মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯০৩ জন। যার মধ্যে ঢাকার বাসিন্দা ৩৮৪ জন আর ঢাকার বাইরের এক হাজার ৫১৯ জন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে বুধবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ডেঙ্গুতে ব্রাজিলকে পেছনে ফেলে বেশি মৃত্যু এখন বাংলাদেশে...

বর্তমানে বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ছয় হাজার ৩৪৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ৭০৮ জন আর অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে চার হাজার ৬৩৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট দুই লাখ ৭৩ হাজার ৭৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৯৯ হাজার ৫৫৩ জন। ঢাকার বাইরের এক লাখ ৭৩ হাজার ৫২৫ জন।

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লাখ ৬৫ হাজার ৩৭৭ জন।

অনলাইন ডেস্ক