যশোরে ডেঙ্গুতে নিহত দুই জন

 অনলাইন ডেস্ক    ১৫ জুলাই, ২০২৩ ১৮:৪৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 10 বার

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে দুই জনের।

আজ শনিবার (১৫ জুলাই) দুপুর ১২টার সময় যশোর সিভিল সার্জনের মিডিয়া সেল থেকে এই বিষয়টি জানানো হয়েছে।

নিহতরা দুই জনই স্থানীয়ভাবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ১২ জুলাই যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়।

নিহতেরা হলেন- বাঘারপাড়া উপজেলার আব্দুল গফফার (৬৫) এবং চৌগাছা কয়ারপাড়া গ্রামের সমীর কর্মকারের স্ত্রী দোলন কর্মকার (৩৩)।

আরও পড়ুন: সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার খরচ কমলো...

তারা ডায়াবেটিস ও হার্টরে রোগী ছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

সিভিল সার্জন সূত্রে জানা যাই, যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও জন ৯ জন। আক্রান্তরা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এ নিয়ে জেলায় মোট ডেঙ্গু রোগের সংখ্যায় দাঁড়াল ১০৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়িতে গিয়েছেন ৮৬ জন।

যশোর সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস জনান, ডেঙ্গুতে আক্রান্ত দুই জন চিকিৎসাধীন অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে মারা গেছেন।

অনলাইন ডেস্ক