ঢাকার হাসপাতালগুলোতে রাজধানীর বাইরের ডেঙ্গু রোগীর সংখ্যাই বেশি

 অনলাইন ডেস্ক    ২৬ আগষ্ট, ২০২৩ ১৪:২০:০০নিউজটি দেখা হয়েছে মোট 50 বার

ডেঙ্গু রোগীর চাপ কিছুটা কমেছে রাজধানীর হাসপাতাল গুলোতে। তবে ডেঙ্গু পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। নগরবাসীরা বলেছেন, এসিড মশা নিধনে কার্যকর কোনো পদক্ষেপ নিয়েছেন না সিটি করপোরেশন।

চিকিৎসকরা বলেছে, বর্তমানে ঢাকার চেয়ে ঢাকার বাইরের হাসপাতাল গুলোতে ডেঙ্গু রোগী বেশি ভর্তি হচ্ছে। তবে ডেঙ্গুর আতঙ্কে নগরবাসী।

বিশেষজ্ঞরা বলেছে, রাজধানীর মুগদা হাসপাতালে প্রতিদিন ডেঙ্গু রোগী ভর্তি থাকত ৫০০ জনের বেশি। গত শুক্রবার সেখানে ভর্তি হয়েছে সংখ্যা ২৯৩ জন। এমন পরিস্থিতি চলছে বেশ কিছু দিন ধরে। আর রোগীদের মেঝেতে থাকতে হচ্ছে না। এখন মিলছে শয্যা।

আরও পড়ুন: সেবা নিয়ে মানুষ সন্তুষ্ট, কোনো কমপ্লেন নেই: স্বাস্থ্যমন্ত্রী...

মুগদা হাসপাতালের পরিচালক নিয়াতুজ্জামান জানান, বর্তমানে ঢাকার চেয়ে ঢাকার বাইরের হাসপাতাল গুলোতে ডেঙ্গু রোগী বেশি ভর্তি হচ্ছে। তবে ডেঙ্গুর লক্ষণের তেমন কোনো পরিবর্তন দেখা যাইনি। এখনও জটিল হচ্ছে রোগীর শারীরিক অবস্থা।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বে-নজীর আহমেদ বলেন, রাজধানীতে ডেঙ্গু রোগী কিছুটা কমলেও তাতে স্বস্তির কিছু নেই। সামনের দিন গুলোতে পরিস্থিতির অবনতির শঙ্কা রয়েছে।

এখনও বর্ষা শেষ হয়নি তাই এসিড মশা নিধন কার্যক্রম আরও জোরদার করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।

অনলাইন ডেস্ক