আবারও চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস

 অনলাইন ডেস্ক    ৩ জানুয়ারী, ২০২৪ ১৪:৫২:০০নিউজটি দেখা হয়েছে মোট 15 বার

মহামারি করোনা ভাইরাস আবারও চোখ রাঙাচ্ছে। এই ভাইরাসের নতুন জেএন.১ ভ্যারিয়েন্ট ইতিমধ্যে পাশের দেশ ভারতসহ বিশ্বের ৪১টি দেশে ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশে এখনো কেউ আক্রান্ত হয়নি এই ভাইরাসে, প্রকাশ করেছে সরকারের কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

বিভিন্ন দেশে সংক্রমণ দেখা দেয়ায় আগাম সতর্কতা হিসেবে বাংলাদেশেও মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিয়েছে পরামর্শক কমিটি।

জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সহিদুল্লা গত মঙ্গলবার (২ জানুয়ারি) দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

আরও পড়ুন: এইডস রোগে দেশে সর্বোচ্চ ২৬৬ জনের মৃত্যু...

এতে বলা হয়েছে, কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির ৬৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় সকলের পরামর্শের ভিত্তিতে নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসে আক্রান্তের মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৬ হাজার ৩৩০ জনে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৭৭ জন।

অনলাইন ডেস্ক