ডেঙ্গু প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

 অনলাইন ডেস্ক    ১৫ এপ্রিল, ২০২৪ ১৫:০৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 2 বার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সামন্ত লাল সেন বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে। বাসাবাড়ি সব কিছু পরিষ্কার রাখতে হবে। এ ছাড়া ডেঙ্গু পরিস্থিতিতে স্যালাইনের কোনো সংকট হবে না বলেও জানান তিনি।

আজ সোমবার (১৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা হাসপাতালগুলোকে বলে রেখেছি। এখন চিকিৎসকরা ডেঙ্গু চিকিৎসা সম্পর্কে ভালোভাবে জানেন। স্যালাইনের যে সংকটের কথা ভাবা হয়েছে, সেটা নিয়েও আমি বৈঠক করেছি। স্যালাইনের কোনো সংকট হবে না।

আরও পড়ুন: কঠোর আন্দোলনে যাচ্ছে বিএনপি: ফারুক...

‘তবে ডেঙ্গু না হোক; সেটা আমাদের সবার প্রার্থনা। বিপর্যয় না হওয়ার জন্য কী করতে হয়, সেটা আপনারা ভালো করে জানেন’, যোগ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, বাসাবাড়ি সব কিছু পরিষ্কার রাখতে হবে। তবে অসুখ হলে তখন চিকিৎসা করতে হয়। তাই কারও যাতে ডেঙ্গু না হয়, সে জন্য আমাদের কাজ করতে হবে।

অনলাইন ডেস্ক