সেবা নিয়ে মানুষ সন্তুষ্ট, কোনো কমপ্লেন নেই: স্বাস্থ্যমন্ত্রী

 অনলাইন ডেস্ক    ২৪ আগষ্ট, ২০২৩ ১৩:১৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 10 বার

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বুধবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্বব্যাংকের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশ্বব্যাংক ১০০ মিলিয়ন ডলার দেবে। বিশ্বব্যাংক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে মশা নিয়ন্ত্রণে এই অর্থায়ন করবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সেবা যতটুক দেওয়া সম্ভব আমরা তা দিচ্ছি। হাসপাতালে রোগীর সংখ্যাক অনেক বেশি। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৫০০ জন লোক ও আক্রান্ত হয়েছেন এক লাখের বেশি মানুষ। কাজেই এডিস মশা নিয়ন্ত্রণে আনতে আমাদেরকে বিভিন্ন জায়াগায় ঔষুধ স্প্রে করা প্রয়োজন।

আরও পড়ুন: ডেঙ্গুতে নারীর মৃত্যু বেশি...

সিটি করপোরেশন ও পৌরসভাকে এই কার্যক্রম আরও জোরদার করতে হবে, তারা যেন সঠিক ঔষুধ ব্যবহার করে।

তিনি আরও বলেন, আশেপাশের দেশে গুলো চেয়ে আমাদেশ ডেঙ্গু মশা বেশি। কাজেই স্বাস্থ্য মন্ত্রণালয়ে সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে, সেবা দিচ্ছে, সেবা নিয়ে মানুষ সন্তুষ্ট, কোনো কমপ্লেন নেই।

অনলাইন ডেস্ক