দগ্ধদের অনেকের অবস্থা আশঙ্কাজনক: স্বাস্থ্যমন্ত্রী

 অনলাইন ডেস্ক    ১৪ মার্চ, ২০২৪ ১৭:২১:০০নিউজটি দেখা হয়েছে মোট 11 বার

রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে দগ্ধ রোগীদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে গঠিত বোর্ড সভায় স্বাস্থ্যমন্ত্রী ড. সামন্ত লাল সেন বলেন, গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ রোগীদের অবস্থা আশঙ্কাজনক আমরা কিছু রোগীকে হয়ত বাঁচাতে পারবো না। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচানোর চেষ্টা থাকবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ রোগীদের চিকিৎসার যাবতীয় ব্যয় বহন করবেন। রোগীদের চিকিৎসা নিয়ে সার্বিক বিষয়ে খোঁজখবর রাখছেন তিনি।

ভর্তি হওয়াদের মধ্যে কতজন শিশু, কতজনের অবস্থা বেশি গুরুতর, কতজন আইসিইউ ও এনআইসিউতে ভর্তি আছে তার খোঁজখবর নেন স্বাস্থ্যমন্ত্রী।

সভায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মোট ৩২ জন বর্তমানে হাসপাতালে ভর্তি আছে বলে স্বাস্থ্যমন্ত্রীকে জানানো হয়। ৩২ জনের মধ্যে ৫ জন রোগী আইসিইউ এবং ২ জন এইচডিইউতে ভর্তি রয়েছেন।

রোগীদের মধ্যে ১০০ ভাগ দগ্ধ আছেন একজন, ৯৫ ভাগ দগ্ধ আছেন ৩ জন এবং ৫০-১০০ ভাগের মধ্যে দগ্ধ রোগী আছে মোট ১৬ জন বলে জানানো হয়।

উল্লেখ্য, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ ৩২ জন দগ্ধ হয়েছে।

অনলাইন ডেস্ক