ডেঙ্গু পরিস্থিতি এখনো মহামারি পর্যায়ে যায়নি: স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি

     ২০ জুলাই, ২০২৩ ১৮:২৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 9 বার

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খুরশীদ আলম বলেন, এখনো ডেঙ্গু পরিস্থিতি মহামারি পর্যায়ে যায়নি। বিএফডিসিতে ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতা নিয়ে আজ বৃহস্পতিবার (২০ জুলাই) ছায়া সংসদে তিনি এ কথা বলেন।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খুরশীদ আলম।

ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার বিষয়ে নিয়ে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ডেঙ্গু রোগের রোগী বেশির ভাগ পরিস্থিতি খারাপের দিকে গেলে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাই মৃত্যু হার বাড়ছে।

প্রাথমিক পর্যায় থেকেই হাসপাতালে এসে চিকিৎসকের পরামর্শে নেওয়ার আহ্বান জানান খুরশীদ আলম।

বেসরকারি হাসপাতালে সেবা পেতে রোগীর খরচের বিষয়ে তিনি আরও বলেন, সবাইকে ন্যূনতম খরচে সেবা নিশ্চিত করতে হবে। যাতে কেউ সেবা থেকে বঞ্চিত না হয়। এ ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের আরও বেশি আন্তরিকতা জরুরি।